NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

এবার ওটিটিতে আসছে ‘পুষ্পা ২’


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১১ পিএম

এবার ওটিটিতে আসছে ‘পুষ্পা ২’

গত বছরের শেষ ভাগে, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। মুক্তির পর থেকে গত দেড় মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এ রেকর্ড। এবার মুক্তির প্রায় দুই মাস পর ওটিটিতে হাজির হচ্ছে ‘পুষ্পা ২’।

 

আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি আসছে নেটফ্লিক্সে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ‘পুষ্পা ২’ দেখা যাবে এটি। তবে শুরুতে সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে না। আগামীকাল থেকে এটি কেবল তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে।

 


 

মুক্তির প্রায় দেড় মাস পর প্রেক্ষাগৃহে আসে ‘পুষ্পা ২’–এর বর্ধিত সংস্করণ। এতে ২০ মিনিটের বাড়তি ফুটেজ যোগ করা হয়। তবে ওটিটিতে কোন সংস্করণ মুক্তি পাবে, জানা যায়নি। সেই ২০ মিনিট থাকছে কিনা তা এখনও নিশ্চিত করেননি নির্মাতারা।

 


 

সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে। এর পরও দর্শককে আকৃষ্ট করে রাখছে ‘পুষ্পা’র ম্যাজিক। প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘পুষ্পা ২’। আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার। গল্প ও দৃশ্যায়নের পরিসর এত বাড়িয়েছেন, দর্শক হাঁ হয়ে দেখেছে।

এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে ধারণা করেছিল, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। তবে সেটা আর সম্ভব কি না, তা পরিষ্কার নয়। কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েক দিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ব্যবসার অনুপাতও ভাগ হয়ে গেছে।

 

 

‘পুষ্পা’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। এর শেষ পর্ব ‘পুষ্পা : দ্য র‌্যাম্পেজ’ মুক্তি পাবে ২০২৬ সালে।