দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা না থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ আসে না জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচনের পরিবেশ তৈরি করা।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলেনে একথা বলা হয়।
এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘চাঁদাবাজি এখনো চলছে। সে জন্য শুধ সুদ বাড়িয়ে পণ্যের দাম কমানো যাচ্ছে না।