NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

যশোরে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে গৃহবধুকে নির্যাতন


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৮:৩৪ পিএম

যশোরে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে গৃহবধুকে নির্যাতন

ইয়ানূর রহমান : যশোরে যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। এসময় স্ত্রীকে হত্যার চেষ্টাও চালিয়েছে। পাষন্ড স্বামী আনোয়ার হোসেন যশোর সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী সেলিনা খাতুনের সারা শরীরে জখম নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টায় আনোয়ারের নিজ বাড়িতে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন, তার মা সুফিয়া খাতুন, বাবা আব্দুস সাত্তার ও বোন মিনা খাতুনের বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন সেলিনা খাতুনের মা একই উপজেলার ললিতাদাহ গ্রামের রোকেয়া খাতুন। অভিযোগে রোকেয়া খাতুন উল্লেখ করেন, ১৬ বছর আগে আনোয়ারের সাথে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করে আনোয়ার। তার সাথে যোগ দেয় আনোয়ারের পরিবার। ইতিমধ্যে তাদেরকে ধাপে ধাপে টাকা ও মালামাল দেয় সেলিনার বাবার পরিবার। এর বাইরেও ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দেয়া হয় আনোয়ার ও তার পরিবারকে। সম্প্রতি ৭২ হাজার টাকা নেয় আনোয়ার। এরপর আরও টাকা এনে দিতে বলে। টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে আনোয়ার ও তার পরিবারের লোকজন সেলিনার দুই হাত ও পা বেঁধে মাটিতে ফেলে কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফোলা জখম করে। হাতপাতালে আহত সেলিনার স্বজন ললিতাদাহ গ্রামের রবিউল ইসলাম বলেন, সেলিনাকে মারপিট করে হত্যা চেষ্টা করে। এক পর্যায় উঠানে হাত-পা বাধা অবস্থায় ফেলে রাখে। পরে সেলিনার শিশু মেয়ে প্রতিবেশীর বাড়িতে যেয়ে সেলিনার মায়ের বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। এরপর রবিউল, সেলিনার মা রসুলপুর গ্রামে যেয়ে সেলিনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।#