NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উদযপান: নবায়নযোগ্য শক্তি এবং টেকসইতার আহ্বান


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৭:৪৭ পিএম

চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উদযপান: নবায়নযোগ্য শক্তি এবং টেকসইতার আহ্বান

চট্টগ্রাম, ২৯ জানুয়ারি ২০২৫: বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ আইএসডিই বাংলাদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) এর সহযোগিতায় চট্টগ্রামে চীনা নববর্ষ ২০২৫ উপলক্ষে নানা কর্মসুচির মাধ্যমে প্রাণবন্ত উদযাপন আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ঐক্য প্রদর্শিত হয় এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তি বিনিয়োগের আহ্বান জানানো হয়।

 

"নবায়নযোগ্য, সমৃদ্ধি এবং টেকসইতা" শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বাংলাদেশের শক্তির ক্ষেত্রের রূপান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চীন এর সাথে সবুজ প্রবৃদ্ধির জন্য অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

 

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, "এই দিবস উদযাপনটি সাংস্কৃতিক ঐক্য স্থাপন করে এবং আমাদের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তি গ্রহণের গুরুত্ব তুলে ধরে।"

 

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রামের  যুগ্ন আহবায়ক ও অধিকার চট্টগ্রামের প্রধান মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর বলেন, "চট্টগ্রামের গতিশীল প্রবৃদ্ধি টেকসই শক্তি সমাধান প্রয়োজন। যৌথ প্রচেষ্টা একটি টেকসই ভবিষ্যতের জন্য পথ প্রশস্ত করতে পারে।"

 

জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, ক্যাব যুব গ্রুপ গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর মেন্টর আবু হাসান আজমীসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করে, যারা বাংলাদেশের একটি সবুজ ভবিষ্যতের জন্য তাদের সমর্থন জানিয়েছেন।