NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৭ এএম

পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা

স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

তিনি বলেন, স্টারলিংকের এই সেবা সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে, যা প্রচলিত মোবাইল টাওয়ার নির্ভরতা দূর করবে।

 

স্টারলিংক জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি ২ জিবিপিএস পর্যন্ত বাড়াতে পারে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট-সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট সেবা কী?

 

এই সেবা মোবাইল ফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম করবে। এর ফলে মোবাইল টাওয়ার ছাড়াই ব্যবহারকারীরা যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার, টেক্সট পাঠানো ও কল করতে পারবেন। এমনকি, ফলে দুর্গম পাহাড়, গভীর বন বা মাঝ সমুদ্র থেকেও মুঠোফোনে কল, টেক্সট ও ইন্টারনেট-সেবা পাওয়া যাবে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই সেবার জন্য নতুন ফোন বা অতিরিক্ত হার্ডওয়্যার লাগবে না। বিশেষজ্ঞদের মতে, এই নতুন সেবা বিশ্বব্যাপী টেলিকম খাতে বিপ্লব ঘটাতে পারে। ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন স্টারলিংকের এই সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া গ্রামীণ কিংবা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সেলুলার সংযোগ নেই, সেখানেও এটি খুব ভালোভাবে কার্যকরী হবে।

 

জানা গেছে, স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে। ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল-সংযোগ নিশ্চিত করবে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে