NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

কবি বন্ধুর সঙ্গে গান বাঁধলেন শফিক তুহিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
কবি বন্ধুর সঙ্গে গান বাঁধলেন শফিক তুহিন

আগস্টের দ্বিতীয় রোববার (৭ আগস্ট) বাংলাদেশসহ বিভিন্ন দেশে বন্ধু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি নতুন গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী-সুরকার শফিক তুহিন। ‘বন্ধু’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে।

এই গানে শফিক তুহিনের সঙ্গী হয়েছেন তারই দীর্ঘদিনের বন্ধু সালমা সুলতানা। তিনি একজন কবি। মূলত সালমার একটি কবিতা থেকেই এই গানের সূচনা। গানের সঙ্গে তাই কবিতার সমন্বয়ও করা হয়েছে।

গানটির কথা লিখেছেন সালমা সুলতানা। শফিক তুহিনের সুরে সংগীতায়োজন করেছেন রাফি মুহাম্মদ। গানটির কথা এমন- ‘অকারণ অভিমানের সেই দিনগুলো আজ কই, স্মৃতি নিয়ে আজও আমি বিভোর হয়ে রই/ বন্ধু কোথায় রে তুই? আমার মন ভালো নেই।’

বিশেষ এই গান নিয়ে শফিক তুহিন বলেন, ‘দিবসটিতে আলাদা কিছু করার চিন্তা ছিল আগে থেকেই। সালমা আমার অনেক পুরনো বন্ধু। ভালো কবিতা লেখে। তার কিছু কবিতার বইও আছে। এই কবিতাটি লেখার সময় সে গানের কথাও চিন্তা করেছিল। আমার সঙ্গে আলোচনা করার পর কবিতার সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছে। সুর-সংগীত করার পর দেখলাম দারুণ হয়েছে।’

‘বন্ধু’ গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। এতে মডেল হয়েছেন অর্ণব ও আনন্দিতা। আছেন শফিক তুহিন ও সালমা সুলতানাও।