NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:১৮ এএম

৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

বলিউড সুপার স্টার অক্ষয়ের ‘রুস্তম’ সিনেমাটি ভারতের বাইরে দীর্ঘদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল। আবারও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার পশ্চিম এশিয়ায় তার ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার এবং ওমানে সিনেমাটি প্রদর্শন করা যাবে না। কেউ কেউ দাবি করেছেন, ‘স্কাই ফোর্স’ সিনেমাটিতে নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও উসকে দেওয়া হয়েছে। ফলে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুই দেশের বৈরিতা ভারতের স্বাধীনতার সময় থেকেই। সেই দ্বন্দ্ব সিনেমার মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক, চাইছে না ওই অংশের দেশগুলো। তারা সিনেমাটি দেখানো ঠিক মনে করছে না। এমনই জানিয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি। তিনি আরও জানিয়েছেন, ‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়াও এর আগে একই কারণে একাধিক সিনেমা পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল।

 

৫ দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

অন্যদিকে ২০২২ সালে বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল, পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে। যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেমা সমালোচক এবং বিশেষজ্ঞরা এটি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ‘স্কাই ফোর্স’সিনেমাটি নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি।

 

সাম্প্রতিক কোনো হিন্দি সিনেমাতেই এ ধরনের কোনো বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে পশ্চিম এশিয়ায় এ নিষেধাজ্ঞা ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছে। ‘স্কাই ফোর্স’সিনেমাটিতে অক্ষয় ছাড়াও সারা আলি খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন।