NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

এআর রহমানকে নিয়ে সোনু নিগমের বিস্ফোরক মন্তব্য


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৬ এএম

এআর রহমানকে নিয়ে সোনু নিগমের বিস্ফোরক মন্তব্য

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতজ্ঞ এআর রহমানের সুরে অনেক গান গেয়েছেন সোনু নিগম। তাদের এ জুটি বলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে তারা ‘সাথিয়া, ‘সাতরঙ্গি রে’র মতো অনেক গান উপহার দিয়েছেন।

এবার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন সোনু নিগম। তিনি পরিষ্কার বলেছেন, ‘খারাপ গানকে ভালো বলতে পারব না।’

 

২০০৮ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’র সুরকার ছিলেন এআর রহমান। সেখানে বেশ কয়েকটি গান গেয়েছেন সোনু। যদিও সে সিনেমার গান একেবারেই মনে ধরেনি গায়কের, সে কথাই স্পষ্ট করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘যুবরাজ’ সিনেমায় তার গাওয়া ‘শানো শানো’ গানটির প্রসঙ্গ উঠতেই তিনি জানান, গানটি খুব একটা ভালো নয়।

এমনকি এই বিষয়ে তিনি আর কথা বাড়াতে আগ্রহ দেখাননি। এ অ্যালবামের বাকি গানগুলোর বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এ ছবির পুরো অ্যালবামটাই ভীষণ নিম্নমানের। তার সোজা উত্তর, ‘বাজে গানকে ভালো বলতে পারব না।’

 

‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমাতে ব্যবহৃত ‘জয় হো’ গানটি এআর রহমান সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমার জন্য বানিয়েছিলেন। কিন্তু তখন সেটা আর ব্যবহার করেননি এ সিনেমায়। পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ সিনেমায় ব্যবহৃত হয় গাননি। পরে ওই গানের জন্য এআর রহমান অস্কার পুরস্কারও লাভ করেন।