NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিউইয়র্কে কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

নিউইয়র্কে কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হলো প্রবাসের শক্তিমান কবি শামস আল মমীনের একক কবিতা পাঠের দ্বিতীয় আসর। আয়োজনে ছিলো ‘আমরা কজনা’। ৫ আগষ্ট শুক্রবার ঘড়ির কাটায় সন্ধ্যা ৮টা ১৫ মিনিট। মেধাবী সংগঠক নতুন প্রজন্মের সেমন্তী ওয়াহেদের প্রাণবন্ত সঞ্চালনায় শুরু হলো কবি মমীনের কবিতা পাঠের অনুষ্ঠান। 

কবির সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন অভিনেত্রী শিরীন বকুল। কবির কবিতা বিষয়বস্তু নির্বাচনে বৈচিত্রতা সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জট খুলে উপস্থিত দর্শক-শ্রোতাদের নিকট কবি ও কবিতার প্রধান বিষয়কে সরল ও সহজে আলোচনা করেন প্রাবন্ধিক আহমাদ মাজহার। 

কবির জীবনীপাঠে শুধু তার জন্মলাভ ও শুধু শহুরে হয়ে উঠার কাহিনী জানা যায়নি। দর্শক ও শ্রোতারা জানলেন  ‘৮২ সালে  আমেরিকার ওহাইও রাজ্যের সেন্ট্রাল স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক  ডিগ্রি লাভ করেন। পরে নিউইয়র্কের টোরো কলেজ থেকে শিক্ষাশাস্ত্রে এবং এডেলফাই বিশ্ববিদ্যালয় থেকে ইএসএল বিষয়ে হন স্নাতকোত্তর। পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। ১৯৮৯ সাল থেকে তিনি নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগে ইংরেজির শিক্ষক এবং মেন্টর অর্থাৎ নতুন শিক্ষকদের প্রশিক্ষক হিসাবে কাজ করেছেন দীর্ঘপ্রায় ৩০ বছর। মোট প্রকাশিত কাব্য গন্থের সংখ্যা ৯। যার মধ্যে আছে চিতায় ঝুলন্ত জ্যোৎস্না, মনোলগ (২য় সংস্করণ) সাম্প্রতিক আমেরিকান কবিতা  আমি সেই আদিম পুরুষ, আমি বন্দী খোলা জানালার কাছে, কেউ হয়তো আমাকে থামতে বলবে, নির্বাচিত কবিতা, অনেক রাত জেগে থাকার পর। এছাড়া সম্পাদনা করেছেন ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সাপ্তাহিক দিগন্ত (ভারপ্রাপ্ত সম্পাদক), যেটি ছিল এই আমেরিকায় বাংলা ভাষার প্রথম পত্রিকা। ১৯৯৭-১৯৯৮ সালে ‘আকার ইকার’ লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। 

 

দুই পর্বের অনষ্ঠানে মোট ২৪ টি কবিতা পাঠ করেন কবি। যার মধ্যে বাংলা ভাষায় রচিত কবিতা ছিল ২১ এবং ইংরেজী ভাষায় ৩ টি। কবিতা নির্বাচনে কবির মুন্সিয়ানার প্রশংসা উপস্থিত সকল শ্রেণির শ্রোতাদের নিকট দ্রুত পৌঁছে যায়। উল্লেখযোগ্য কবিতার মধ্যে জাতির পিতাকে নিয়ে লেখা কবিতা, বাসার গৃহকর্মীর সুখ দুঃখের চিত্র, সামাজিক অন্যায়-সহ জাতিগত বিদ্বেষ এবং মানবতার বিরুদ্ধাচরণকারীদের সৃষ্ট অনাচারের  প্রতিবাদ সম্বলিত কবিতা শুনে শ্রোতাদের বিরাট অংশ আবেগপ্রবণ হয়ে পড়েন। মধ্য প্রহরের দু’ঘন্টা আগে কবির কণ্ঠে শ্রোতারা শুনলেন শেষ কবিতা।