NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

কঙ্গনার ‘এমার্জেন্সি’ যে কারণে বন্ধ ইংল্যান্ডে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

কঙ্গনার ‘এমার্জেন্সি’ যে কারণে বন্ধ ইংল্যান্ডে

ইংল্যান্ডে বন্ধ করে দেওয়া হয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ও নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’র প্রদর্শনী। জানা গেছে, ছবি চলাকালে একদল লোক হলের ভেতরে প্রবেশ করে ভারতবিরোধী শ্লোগান দিতে থাকে। ওই হট্টগোলে ছবি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে দেশটির ৩ শহরে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।

গত রোববার রাতে হ্যারো ভ্যু সিনেমা হলে দেখানো হচ্ছিল ‘এমার্জেন্সি’। সেসময় ভারতবিরোধী স্লোগান দিয়ে হলে ঢুকে পড়ে একদল লোক। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে ওই ব্যক্তিরা খলিস্তানি।

 

কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সেদিন ওই হলের বেশিরভাগ দর্শক ছিলেন প্রবাসী ভারতীয়। সিনেমা শুরু হওয়ার মিনিট ৪০ পর হঠাৎ হলের ভেতর ঢুকে হট্টগোল শুরু করে তারা। মুখোশ পরা কয়েকজন মিলে হলের ভেতর ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন এবং দর্শকদের মধ্যে লিফলেট বিলি করেন। এ সময় তাদের বলতে শোনা যায়, ‘ভারত নিপাত যাক।’

 

ঘটনার ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় পুলিশ। দর্শকদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও হট্টগোলকারী কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেন? পুলিশ জানিয়েছে, প্রতিবাদ করার অধিকার সবারই আছে। যেহেতু কেউ আহত হননি, তাই কাউকে গ্রেপ্তার করা হয়নি। ব্রিটেনে বসবাসরত শিখদের অন্যতম প্রতিনিধি জসবীর সিং বলেন, ‘শিখবিহীন ভারতবর্ষ গড়ে তোলার প্রোপাগান্ডা ছড়াচ্ছে “এমার্জেন্সি”’।

লন্ডনে এমন ঘটনার পর ব্রিটেনের তিনটি শহরে ‘এমার্জেন্সি’র শো বাতিল করা হয়েছে। জানা গেছে, কঙ্গনা রানাউত অভিনীত ছবিটি হলে দেখানোর সময় ব্রিটেনজুড়ে একই রকম কাণ্ড ঘটানো হতে পারে। সে কারণেই বার্মিংহ্যাম, উলভারহ্যাম্পটন এবং ওয়েস্ট লন্ডনে ছবির শো বন্ধ রাখা হয়।

 

উল্লেখ্য, ভারতজুড়ে মুক্তি পেলেও পাঞ্জাবের বেশ কিছু অংশে দেখানো হচ্ছে না ‘এমার্জেন্সি’। এর মধ্যে রয়েছে পাতিয়ালা, অমৃতসর, ভাটিন্ডার মতো শহরও।