NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

চলে গেলেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ তারকা ক্লু গুলাগার


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১০ পিএম

>
চলে গেলেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ তারকা ক্লু গুলাগার

‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ ও ‘দ্য ভার্জিনিয়ান’ খ্যাত মার্কিন অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন। । (৫ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন এই তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন জামাতা দিয়ানে গোল্ডনার।

প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন গুলাগার। বিখ্যাত টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’-এও অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার চরিত্রের নাম ছিল ‘ওয়াল্ট কিরবি’।

গুলাগার একটি শর্টফিল্ম নির্মাণ করেছিলেন, যেটার নাম ‘আ ডে উইথ দ্য বয়েজ’। এটি ১৯৬৯ সালে কান উৎসবে পাম দ বিভাগে মনোনীত হয়েছিল। 

পঞ্চাশের দশকে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। তাকে সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় দেখা গেছে। একই বছর তাকে ‘স্ক্রিম, কুইন! মাই নাইটমেয়ার অন এম স্ট্রিট’ নামের একটি তথ্যচিত্রে দেখা গেছে। গুণী এই অভিনেতার মৃত্যুতে মার্কিন বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।