NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

কানাডায় নিখোঁজের এক মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ এএম

কানাডায় নিখোঁজের এক মাস পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় নিখোঁজের এক মাস পরে শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। সর্বশেষ ৩ ডিসেম্বর নিধুয়াকে পোর্ট স্ট্যানলি শহরের নিকটবর্তী হক ক্লিফ রোড এলাকায় দেখা গিয়েছিল।

 

স্থানীয় পুলিশ নিধুয়ার নিখোঁজ হওয়ার সময়ের একটি ছবি প্রকাশ করেছিল, যেখানে তাকে কালো জ্যাকেট, বেগুনি হুডি, গোলাপি-সাদা স্কার্ফ ও সাদা জুতা পরা অবস্থায় দেখা যায়। ওইদিন তাকে একটি সাদা ব্যাকপ্যাক ও স্যুটকেসও বহন করতে দেখা গিয়েছিল।

 

কানাডিয়ান সংবাদমাধ্যম লন্ডন ফ্রি প্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন নিধুয়া। এরপর থেকেই তার সন্ধানে ব্যাপক অনুসন্ধান অভিযান চালানো হয়। নিখোঁজ হওয়ার এক মাস পর শনিবার ওয়ানিটা সৈকতে স্থানীয় এক ব্যক্তি তার মরদেহ খুঁজে পান।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ জানিয়েছে, নিধুয়ার শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। তবে তারা মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির লন্ডন ফ্রি প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি উদ্ধারকর্মী ও অনুসন্ধানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা কঠিন পরিস্থিতিতেও সাহায্য করেছেন। আমরা সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, নিধুয়া সবসময়ই সাহসী ছিল। আমরা তাকে এমনভাবেই মনে রাখবো।

 

টরন্টোতে বসবাসকারী নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী জানান, মেয়ের বয়স যখন ৯ বছর, তখন তিনি মেয়েকে নিয়ে কানাডায় চলে আসেন। সবমিলিয়ে তারা এখানকার জীবন নিয়ে খুশিই ছিলেন। ২৯ নভেম্বর মেয়ের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়েছিল। সেদিন নিধুয়া বেশি খুশি ছিলেন।

সূত্র: লন্ডন ফ্রি প্রেস