NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৩১ এএম

শেখ হাসিনার পুরনো ভিডিও ভাইরাল

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নতুন ইংরেজি বছর ২০২৫-এর শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফরমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, ২০২৪ সালের বাংলা নববর্ষে শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর ভিডিওকে  ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দাবিতে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এই ভিডিওটি ইংরেজি নববর্ষ ২০২৫-এর নয় বরং ভিডিওটি ২০২৪ সালের; যা বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২৪ সালের ১৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ‘দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটির শেখ হাসিনার শুভেচ্ছা জানানোর অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

 

উক্ত ভিডিওটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ ২০২৪ (১৪৩১ বঙ্গাব্দ)-এর শুভেচ্ছা জানাতে দেখা যায়।

kalerkantho

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার একাধিক  গণমাধ্যমে শেখ হাসিনার একই শুভেচ্ছা বার্তাসংবলিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশবাসীকে ইংরেজি নতুন বছরের  শুভেচ্ছা জানানোর আলোচিত এই ভিডিওটি এবছর ইংরেজি নববর্ষের নয়।

সুতরাং শেখ হাসিনার কর্তৃক ২০২৪ সালে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর ভিডিওকে তার ২০২৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।