NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

,নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি'র একক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ এএম

,নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি'র একক পোশাক প্রদর্শনী  অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন//

অন্যদের দৃষ্টিতে নিজের সৃষ্টিশীল কাজগুলো যখন হয়ে ওঠে নান্দনিক,আসে তখন মনজুড়ে ভিন্ন অনুভূতি,
 আনে জীবনযাত্রায় নতুন এক মাত্রা,দায়িত্ববোধ বেড়ে ওঠে,বেড়ে যায় পরিধি দৃষ্টিভঙ্গির। আমাদের ফ্যাশন Designer Runi তারই এক উজ্জ্বল উদাহরণ।

পোশাক শিল্পে একজন সফল ডিজাইনার হিসেবে রুনির এই পথচলা গর্বিত করে আমাদের।

সৃষ্টির নেশায় পোশাক শিল্পে রুনি'র নতুনত্বের
একাগ্রতা এক বিস্ময়।

গত রবিবার,২৯ শে ডিসেম্বর ২০২৪,নিউইয়র্কে জ্যামাইকার 'জাশন' পার্টি সেন্টারে
ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি'র
(Rozina Ahmed Runi)  একক পোশাক প্রদর্শনী হয়ে গেল,দেশী গার্লস বাই মিলিয়া লেনিন এর আয়োজনে।

আবহাওয়া ছিল অনুকূলে। দুপুর দু'টো থেকে রাত এগারোটা অবধি চলে ডিজাইনার রুনি'র নানা ডিজাইনের সমাহার নিয়ে এই পোশাক প্রদর্শনী।

শুরু থেকেই বিভিন্ন দেশের ক্রেতা  দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় এবং তার ধারাবাহিকতা চলে সময়সীমার শেষ অবধি পর্যন্ত,এটাই রুনি'র সার্থকতা।

বরাবরই ডিজাইনার রুনি তার প্রতিটি কাজের ক্ষেত্রে আনে ভিন্ন আঙ্গিকে নতুনত্ব,
অবশ্যই তা কাউকে অনুকরণ করে নয়,
নিজের মেধা ও সুতীক্ষ্ণ চিন্তাভাবনার মাধ্যমে তার এই ব্যতিক্রম উপস্থাপনা নির্দ্বিধায় তাকে আলাদা করা যায় অন্য দশজন ডিজাইনার থেকে।

সঙ্গত কারণেই রুনি তার যে কোনো আয়োজনে পুরো পরিবেশ করে তোলে যথোপযুক্ত। এবারেও ঘটেনি তার ব্যতিক্রম,
চারিপাশের দেয়ালে রুনি'র ডিজাইন করা পোশাকে মডেলদের বিশাল আকারের ছবিগুলোর সাথে 'রুবান' ইভেন্টসের কারুকাজ ছিল দৃষ্টিনন্দন এবং  অতিথিদের জন্য সুস্বাদু রকমারি খাবারের আয়োজন ছিলো বাড়তি এক আকর্ষণ।

নিউইয়র্কের বিশিষ্ট কলা-কুশলী,গুণীজন ও সাংবাদিকদের পাশাপাশি তারুণ্যের প্রতীক একঝাঁক তারকা সঙ্গীতশিল্পীর আগমন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আরো ভালো লেগেছে স্বতঃস্ফূর্ততায় তাদের সঙ্গীত পরিবেশনা।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য আরেক চমক,
ডিজাইনার রুনি,তার এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অত্যন্ত সুপরিচিত সর্বগুণে গুণান্বিতা ফাতেমা শাহাব রুমার নাম ঘোষণা করেন। উপস্থিত দর্শনার্থীরা এই ঘোষণাকে যথার্থ মনে করে তাদের মতামত তুলে ধরেন।

বেশ উপভোগ্য ছিল পুরো আয়োজন।
বাংলাদেশের ক্রিয়েটিভ টিম ও অন্যান্য দেশের শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি নিউইয়র্কের যারা ছিলেন এই  এক্সিবিশনের নেপথ্যে,তাদের প্রত্যেকের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালবাসা। আপনাদের  অক্লান্ত পরিশ্রম ও মনোযোগী মনোভাব ছাড়া সম্ভব হতোনা এমন একটি সুন্দর আয়োজনের বলেছেন রুনি ।
সাংস্কৃতিক সংগঠন নিসার জামিল শুডডু বলছেন ,একজন বাংলাদেশী ডিজাইনারের উত্থানে আপনাদের এই অনুপ্রেরণা প্রশংসনীয়...