NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৭ পিএম

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায়। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।

 

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।