NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

মায়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২:৪০ এএম

মায়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মায়ানমারের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের সীমানাঘেঁষা মায়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে। এ কারণে দেশটির বিপ্লবী গোষ্ঠীর পাশাপাশি জান্তা সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ।’

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সীমান্ত ঘুরে টেকনাফের দমদমিয়াস্থল নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন জেটি ঘাটে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 


 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসীর জানমালের নিরাপত্তায় বিজিবি ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এ ছাড়া সীমান্ত এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সীমান্তে প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে।

নাফ নদে বিজিবি ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

 

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দালাল চক্রের মাধ্যমে সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। সম্প্রতি মায়ানমার পরিস্থিতিতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে। তারা এখনো অনিবন্ধিত হলেও মানবিক সব সুযোগ-সুবিধা তাদের দেওয়া হচ্ছে।