NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

৩৬ বছর পর ভারতে বিক্রি হচ্ছে সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১৩ এএম

৩৬ বছর পর ভারতে বিক্রি হচ্ছে সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’

মুসলিম বিশ্বের কঠোর আপত্তির মুখে ভারত, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয় ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’। ১৯৮৮ সালে রাজীব গান্ধী সরকার ভারতে এই বই বিক্রি নিষিদ্ধ করে। তবে বইটি নতুন করে ভারতের কিছু বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

এখন বলা হচ্ছে, উপন্যাসটির আমদানি ভারতে নিষিদ্ধ করে তৎকালীন সরকার যে ঘোষণা জারি করেছিল, তার কোনো নথি বর্তমানে পাওয়া যায় না। ভারতের বিশাল আমলাতন্ত্রের কোনো সরকারি সংরক্ষণকেন্দ্রেও সম্প্রতি খোঁজ করেও এ সংক্রান্ত নথি পাওয়া যায়নি।

 

এমন পরিস্থিতিতে গত মাসে দিল্লির হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্দেশনা জারি করেছেন। এতে বলা হয়েছে, সরকার ১৯৮৮ সালের ৫ অক্টোবর নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন দিতে ব্যর্থ হয়েছে। ফলে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়নি। তাছাড়া ওই ধরনের কোনো ঘোষণাপত্র না পাওয়ায় পুনরায় বইটির বিক্রি শুরু করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।

এদিকে, আদালতের এই আদেশের প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ভারত মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। বেশ কয়েকটি মুসলিম সংগঠনের সঙ্গে মিলে তারা সালমান রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ভারতীয় বইয়ের দোকানে ফিরে আসার নিন্দা জানিয়েছে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে বইটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়েছে।

 

মুম্বাইয়ের সাবেক এআইএমআইএম বিধায়ক, ওয়ারিশ পাঠান, বইটির বিক্রি পুনরায় শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বইটি প্রায় চার দশক আগে প্রকাশিত হয়েছিল ও নিষিদ্ধ করা হয়েছিল। এটি ভারতে আবারও ফিরে এসেছে। প্রকাশের সময় এটি আপত্তিকর বিষয়বস্তুর কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল, যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এটি শুধু ভারতে নয়, সারাবিশ্বেই বিতর্ক সৃষ্টি করেছিল। এমনকি, সালমান রুশদি নিজেও বইটির জন্য সহিংস প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন।

 

বইটির ফিরে আসাকে উসকানিমূলক কাজ বলে অভিহিত করে ওয়ারিশ পাঠান অতীতের প্রতিবাদগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, মুম্বাইতে মানুষ বইটির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ও কিছু মুসলিম যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। এখন দিল্লি হাইকোর্ট নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আমরা সরকারের কাছে আবেদন করছি, উচ্চতর আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য। মানুষের বিশ্বাসের বিরুদ্ধে উসকানি রোধ করতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা আবশ্যক।

 

সূত্র: দ্য হিন্দু