NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১১, ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কোহলিকে জোকার বানিয়ে অপমান অস্ট্রেলিয়ান মিডিয়ার


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ এএম

কোহলিকে জোকার বানিয়ে অপমান অস্ট্রেলিয়ান মিডিয়ার

অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনায় উত্তেজনা কমাতে খেলা শেষ হওয়ার পরপরই বিরাট কোহলিকে শাস্তি দিয়েছিল আইসিসি। তাতে অবশ্য আলোচনা-সমালোচনা বন্ধ হয়নি। বিতর্ক জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। কোহলিকে জোকার বানিয়ে ব্যঙ্গচিত্র ছাপিয়েছে তারা।

শুক্রবার প্রকাশিত অস্ট্রেলিয়ান পত্রিকা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের’ পেছনের পাতায় একটি কার্টুন ছাপা হয়। যেখানে কোহলিকে ভাঁড় বা জোকার বানানো হয়েছে। শিরোনামে বলা হয়েছে ‘ভাঁড় কোহলি’।

 

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের ছাপানো এই কার্টুনের প্রতিবাদ জানায় ভারতীয় গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা। কোহলির সমর্থকরাও নানা মন্তব্য করেন।

ভারতের সাবেক ক্রিকটোর ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়ান গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন। তার দাবি, অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলিকে নিয়ে ব্যবসা করেন। আবার তাকেই জোকার বানায়।

 

স্টার স্পোর্টসকে দেওয়ার এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সিরিজ শুরুর আগে অজি মিডিয়া কামিন্সের সঙ্গে কোহলির ছবি ব্যবহার করে তাদের প্রচার চালাচ্ছিল। কোহলি ভারতের ক্যাপ্টেন নয়। ক্যাপ্টেন হল রোহিত। এটা অনুচিত। তবে ওরা এভাবেই নিজেদের স্বার্থ সিদ্ধি করে। সিরিজ শুরুর আগে কোহলিকে রাজা বলে মনে হয় তাদের। এখন সেই কোহলিকেই জোকার বলে অপমান করছে।’

সাবেক ক্রিকেটার ইরফান পাঠান স্টার স্পোর্টসকে বলেন, ‘অস্ট্রেলিয়া অতীতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে বল ছুঁড়ে মারা, কটু কথা বলা, ধাক্কা মারা এগুলো ঘটেছে।’

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের শাসিয়ে রান তুলে সফরকারীদের চক্ষুশূলে পরিণত হন অসি ওপেনার কনস্টাস। এরপর ইনিংসের ১০ ওভারের খেলা শেষ হলেও কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কোহলি।

 

মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পর গ্লাভস খুলে অন্য প্রান্তে ব্যাটিং পার্টনার উসমান খাজার দিকে হাঁটতে শুরু করেন কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান।

অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দুজনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন-ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ৯০ হাজার দর্শকদের সামনে কোহলির এমন আচরণের তাৎক্ষণিক প্রতিবাদ করেন রিকি পন্টিং। এমনকি ভারতীয় ধারাভাষ্যকার রবি শান্ত্রীও বলে ওঠেন, কোহলি কাজটি ঠিক করেননি। ক্রিকেটভক্তদের কেউ কেউ মন্ত্রব্য করেন, কোহলি ‘গায়ে পড়ে ঝগড়া’ করতে এসেছেন।

 

কোহলি এই উগ্র আচরণের জন্য তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করে আইসিসি। সঙ্গে তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।

 

৩৬ বছর বয়সী ভারতীয় ক্রিকেটারের শাস্তি নিশ্চিত করে আইসিসি বিবৃতিতে বলে ‘কোহলি আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করেছেন; যা একজন প্লেয়ার, সহকারী স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে দৃষ্টিকটু শারীরিক সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।’