NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

জিহ্বার ভার বহন করতে পারছে না জুবায়ের, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৯ পিএম

জিহ্বার ভার বহন করতে পারছে না জুবায়ের, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

নিজের জিহ্বার ভার বহন করতে পারছে না বিরল হেমানজিওমা (রক্তনালির টিউমার) রোগে আক্রান্ত ১২ বছরের জুবায়ের আল মাহমুদ। এ রোগের ফলে জন্মের পর থেকেই দুঃসহ জীবনযাপন করছে সে। এই রোগে তার জিহ্বার আকৃতি বাড়তে বাড়তে মুখ থেকে বের হয়ে ঝুলে পড়েছে।

শিশু জুবায়ের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব ছারছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আমিনুল পিরোজপুরের ছারছিনা গ্রামের বাসিন্দা।

 

চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের অপারেশনে ১৫ লাখ টাকা খরচ হবে। এদিকে অর্থ সংকটে অটোরিকশা চালক বাবা আমিনুল ইসলামের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে ১২ বছর ধরে বিনাচিকিৎসায় ভুগছেন জুবায়ের। প্রতিবেশীসহ স্কুলের সহপাঠীদের কাছ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছে সে। এতে করে শারীরিক অসুস্থতার পাশাপাশি জুবায়েরের মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

শিশুটির বাবা আমিনুল ইসলাম বলেন, জন্মের পর থেকে তার জিহ্বার আকৃতি বড় হচ্ছে। টাকার অভাবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছি না। তাই রাষ্ট্রের সহায়তার পাশাপাশি হৃদয়বান মানুষের কাছে সহায়তা চাইছি।

 

জিহ্বার ভার বহন করতে পারছে না জুবায়ের, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ

তিনি আরও বলেন, এই রোগের কারণে আমার সন্তানের কাছে আসতে ভয় পায় তার সহপাঠীরা। ফলে সে যত বড় হচ্ছে একা হয়ে যাচ্ছে।

এদিকে শিশুটির এই অবস্থার খবর পেয়ে বরিশাল সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ৫০ হাজার টাকা সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন। পাশাপাশি ফেসবুক গ্রুপ ‘ইভেন্ট ৮৪’ এর সদস্যদের কাছ থেকে আট হাজার টাকা সহায়তা তুলে দেন এ সমাজসেবা কর্মকর্তা।

 

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ব্যক্তিগতসহ বিভিন্ন মাধ্যম থেকে ওই শিশুর সহায়তা অব্যাহত রয়েছে। শারীরিক অসুস্থতা থাকলে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই দ্রুত ওই শিশুর সুচিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই।