NYC Sightseeing Pass
Logo
logo

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয় : আইজিপি


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয় : আইজিপি

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে।

নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রতারণা হচ্ছে। তাই মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না। কারো বিরুদ্ধে যদি হয়রানিমূলক মামলা করা হয়, তবে তাকে ধাওয়া করে পাইকারি হারে গ্রেপ্তারে যাব না।

 

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পরে কেউ যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করে থাকেন, জেনেশুনে জীবিত মানুষকে মৃত বলে মিথ্যা মামলা করে থাকেন, তাহলে আইন-বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২১১ ধারা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে সেই বাদীকে। এটাই আমাদের অনুসরণ করা উচিত। আমরা সেটাই চেষ্টা করব।

 

এ বিষয়ে আইজিপি আরো বলেন, ‘মামলায় বলা হয়েছে মারা গেছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে মারা যাননি। এ ক্ষেত্রে বাদী যদি না জেনে, না বুঝে মামলা করে থাকেন তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সেই মামলায় শুধু ফাইনাল পুলিশ রিপোর্টই হবে। বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় প্রসিকিউশন হবে না।

কিন্তু যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মামলা করে থাকেন তাহলে ২১১ ধারায় বিচারের মুখোমুখি হতে হবে বাদীকেই। এটাই আমাদের অনুসরণ করা উচিত। আমরা সেটাই চেষ্টা করব।’