NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

বাংলাদেশের রত্ন নাহিদ রানা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:১৩ এএম

বাংলাদেশের রত্ন নাহিদ রানা

ব্যাটাররা যখন স্কোরবোর্ডে রান তুলতে ব্যর্থ হন তখন দলের হালটা বোলারদের কাঁধেই পড়ে। দারুণ বোলিং করে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হয়। এর জন্য বোলিং লাইনআপে ১৫০ কিলোমিটারের আশেপাশে একজন বোলার থাকলে কাজটা অনেকটা সহজই হতে পারে।

এমন দ্রুতগতির বল ব্যাটারদের মোকাবিলা করা সহজ কথা নয়! যেমন গতকাল নাকানিচুবানি খেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

ক্রেইগ ব্রাফেট-কাভেম হজদের শিরদাঁড়া দিয়ে পানি নামানোর সেই কারিগর হচ্ছেন নাহিদ রানা। সঙ্গে বাউন্স তো ছিলই। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারই ধসিয়ে দিয়েছেন তিনি। ৬ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে পেয়েছেন প্রথমবারের মতো ৫ উইকেট।
৬১ রানে ৫ উইকেট নিয়ে গড়েছেন ক্যারিয়ার সেরা বোলিং।

 

রানার এমন দুর্দান্ত বোলিংয়েই জ্যামাইকার স্যাবাইনা পার্কে ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বিধ্বংসী বোলিং করে গুরুর কাছে প্রশংসাপত্র পেয়েছেন তিনি। বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস জানিয়েছেন, ঘণ্টায় ১৫০ কি.মি. গতিতে বল করলে আপনি উইকেট পাবেনই।

তৃতীয় দিন শেষে অ্যাডামস বলেছেন, ‘আমরা জানতাম কোনো একটা পর্যায়ে এমনটা আসছে। যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন তখন আসলে কোনো এক পর্যায়ে আপনি উইকেট পাবেনই। সে আগের থেকে অনেক উন্নতি করেছে। সে তরুণ বোলার, তাকে দেখেশুনে রাখতে হবে।’

 

রানার বোলিংয়ের দারুণ প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক লেগস্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা স্যামুয়েল বদ্রি।

২২ বছর বয়সী পেসারকে রত্ন বলে সম্বোধন করেছেন তিনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের হাতে একটা রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে হওয়া আলোচনার পুরোটাই সঠিক। তার গতি অসাধারণ, এখন পর্যন্ত বাংলাদেশের দ্রুততম। সঙ্গে বলের ওপর নিয়ন্ত্রণও অবিশ্বাস্য। সে আরো ভালো হলে বাংলাদেশ ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিতে পারবে।’

 

অন্যদিকে রানাকে ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার কারিগর উল্লেখ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ইয়ান বিশপ বলেছেন, ‘ক্যারিবিয়ানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অবশ্যই হতাশ করেননি নাহিদ রানা। অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটারদের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রানা ম্যাচের চিত্রই পাল্টে দিয়েছে।’

রানার বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রান করে। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১১ রান। আজ চতুর্থ দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলি অনিক (২৯) ও তাইজুল ইসলাম (৯)।