NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ইমরানের কণ্ঠে নতুন গান, ভিডিও নির্মিত হয়েছে কাশ্মীরে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৫২ এএম

ইমরানের কণ্ঠে নতুন গান, ভিডিও নির্মিত হয়েছে কাশ্মীরে

ইমরানের কণ্ঠে ‘ঘুম ঘুম চোখে’, ‘ওরে জান’, ‘জেনে যাও তুমি’ গানগুলো প্রায় সব শ্রোতারই শোনা হয়েছে। গানগুলোর গীতিকার জামাল হোসেন। এ গীতিকবির আরও কয়েকটি গানে ইমরান সুর-সংগীত পরিচালনা করেন।

দীর্ঘদিন পর ইমরান আবারও জামাল হোসেনেরর কথায় নতুন গান নিয়ে এলেন।

মঙ্গলবার বিকেল চারটায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘আমি ভেঙ্গে চূরে যাই’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এতে মডেল হয়েছেন আহমেদ বিন সজীব ও কমলিকা কর্মকার। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। নির্মাতা জানান, এটি কাশ্মীরে চিত্রায়িত হয়েছে।

 

গানটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ইমরানের সঙ্গে যে কটি গান করেছি সবগুলোই শ্রোতারা গ্রহন করেছেন। ইমরান বরাবরই সুরের বাইরে গানের কথার দিকেও গুরুত্ব দেয়। সেদিক থেকে তার জন্য একটু ভেবে চিন্তে গান লিখতে হয়। তবে ভালো লাগার বিষয় হলো, শ্রোতারা আমাদের চেষ্টাকে সার্থক করে তোলেন যখন গানটি তাদের ভালো লাগে।

 

ইমরান বলেন, ‘অনেক দিন পর জামাল ভাইয়ের কথায় আমার একক গান আসছে। আগের গানগুলো শ্রোতারা বেশ ভালো ভাবেই নিয়েছেন। তাই এ গানটি নিয়েও আমার প্রত্যাশা আছে। এছাড়া মিউজিক ভিডিওতে নতুনত্ব রাখার জন্য কাশ্মীরে এটি চিত্রায়ন করা হয়েছে। আশা করছি শ্রোতারা নতুন কিছু পাবেন।