NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:২৬ এএম

সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত

সিলেটে নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের শাহপরান বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বিলাল সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

ওয়ার্ড যুবদলের কর্মী বিলাল।

 

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলালের সঙ্গে স্থানীয় যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরোধ ছিল। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ান।

এসময় প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র হাতে বিলালকে আঘাত করে। সংঘর্ষের পর গুরুতর আহত বিলালকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মহানগরের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিলাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে।

 

এদিকে স্থানীয় যুবদলের একটি সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে বিলাল খুন হয়েছেন। কয়েক দিন ধরে স্থানীয় যুবদল-ছাত্রদলের দুটি পক্ষ এখানে সক্রিয় ছিল। এই দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধও ছিল।