NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

চাঁদপুরে সাংবাদিকের মেয়েকে বাসায় ঢুকে অপ‌হরণের চেষ্টা


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০২:৩২ এএম

চাঁদপুরে সাংবাদিকের মেয়েকে বাসায় ঢুকে অপ‌হরণের চেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জে সংবাদকর্মী গাজী মমিনের স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এতে ব্যর্থ হয়ে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। কেটে দেওয়া হয়েছে মাথার চুল, শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার শিকার ওই স্কুলছাত্রী অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ধারাল অস্ত্র দ্বারা তার হাতে, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টার পর এমন ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার নিজ বসতঘরে। নির্যাতিতা স্কুলছাত্রীর নাম মোহনা আক্তার রেহানা (১৪)।
 

 

পুলিশ ও ভুক্তভোগী জানিয়েছে, রাত আনুমানিক ২টার পর কৌশলে বসতঘরে ঢুকে ঘুমন্ত ওই মেয়েকে মাথায় হাত বুলিয়ে জাগিয়ে তোলা হয়। চোখ মেলতেই তার মুখ চেপে ধরে দুর্বৃত্তরা। তাদের সংখ্যা ৩ জন। তাদের একজনের বয়স ২০/২১ বছর অন্যদের বয়স ২৭/২৮ বছর হবে।

একজন সর্বক্ষণ তার মুখ চেপে ধরেছিল। তারা তাকে পাকা বসতঘরের বাইরে যেতে বলেন। এতে মেয়েটি রাজি না হলে বেশ কিছু সময় তার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলে। একপর্যায়ে তারা বসতঘরের বাইরে নিয়ে যায়। ওই সময় পাশের বাড়িতে লোকজন দেখা যায়।
সেখানে অন্য কোনো কাজে পুলিশও উপস্থিত ছিল। এরমধ্যে পুলিশ দেখে অপহরণ চেষ্টাকারীদের দুজন আড়ালে চলে যায়। মুখ চেপে ধরে রাখা অপর একজনের হাতে সজোরে কামড় বসিয়ে দিলে ওই ব্যক্তি তাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। ছাড়া পেয়ে তিনি ঘরে গিয়ে মাকে ডেকে তুলেন ও ঘটনা জানান। অপর কক্ষে ঘুমিয়ে থাকা বাবা মমিন গাজীকে ডেকে তুললে তিনি ছুটে গিয়ে বাইরে খোঁজাখুঁজি করেন। তিনি কাউকে পাননি। এরপর রাত তিনটার দিকে তিনি থানা পুলিশকে জানালে এস আই আমজাদ ও এস আই খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান ও ঘটনার বর্ণনা শোনেন। পরে মমিন গাজী তার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদ উজ জামান জুয়েল বলেছেন, নির্যাতনের শিকার ও আহত মেয়েটি ঝুঁকিমুক্ত আছেন।

 

এদিকে, ঘটনার শিকার মেয়েটি তার ওপর পরিচালিত নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, অপহরণ চেষ্টাকারীরা তার মাথার চুল কেটে দিয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত কয়েকদিন যাবৎ স্কুলে যাওয়ার পথে দুজন যুবক তাকে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন ও অশ্লীল কথা বলেছে। জানতে চাইলে তিনি বলেছেন, বাবা-মাকে লজ্জায় বলিনি। তবে, রাতেই একটি কাগজে পথে উত্যক্ত করার ঘটনা লিখে রেখেছিলাম। সকালে মার হাতে দেওয়ার জন্য।

গণমাধ্যমকর্মী মমিন গাজী ও তার স্ত্রীর সঙ্গে আলাপ করে যা জানা গেল। এতে ধারণা করা হচ্ছে কেউ রাতে তাদের আধা পাকা বসতঘরের ভেতরে আগে থেকে অবস্থান করছিলেন। রাত ৯টায় মমিন গাজীর কন্যা ও রাত ১১টার দিকে বাবা-মা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। মমিন গাজী দৈনিক আজকের পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি। এ ছাড়া, স্থানীয় একটি পত্রিকা ও একটি আইপি টিভিতে রিপোর্টিংয়ের কাজ করেন। 

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম বলেছেন, আমরা প্রাথমিক তদন্ত করেছি ও খোঁজ-খবর নিচ্ছি। এ ছাড়া, মমিন গাজীর অভিযোগের অপেক্ষায় আছি। অভিযোগ প্রাপ্তির পর সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অন্যদিকে, এমন ঘটনায় ফরিদগঞ্জের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা, সহকর্মীর মেয়ের ওপর পরিচালিত নির্যাতকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নেওয়ার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ঘটনায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, আমি ঘটনা শুনেছি ও থানার অফিসার ইনচার্জ (ওসি)কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।