NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

কত টাকার সম্পত্তি পাচ্ছেন এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু?


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

কত টাকার সম্পত্তি পাচ্ছেন এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু?

কয়েক দিন ধরেই বিষয়টা আলোচনায়। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক এ আর রহমান। তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে নেই আর সম্পর্ক। প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের।

তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তার স্ত্রী!

 

অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ কোটি রুপির মালিক। তার সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সেই সম্পত্তির অর্ধেক ভাগ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু। তবে বিষয়টি উড়িয়ে দিলেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছেন আইনজীবী।

 

তিনি বলেছেন, ‘অনেকেরই ধারণা, বিচ্ছেদের পর নাকি ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রী পান। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। অনেক ভারতীয় এই ভুল ধারণা পোষণ করেন।

কিন্তু এই ধরনের কোনো আইন ভারতীয় সংবিধানে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই এ আর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও তা প্রযোজ্য নয়।’

 

তিনি আরো জানান, আদালতে এ আর রহমান মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এই সময় যদি সায়রা বানু ভরণপোষের দাবি করেন, সেক্ষেত্রে আদালত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

পাশাপাশি সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ আরো জানান, উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

পাশাপাশি রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথ অবলম্বন করেছেন। তাই এ ক্ষেত্রে ভরণপোষণের কোনো জায়গা নেই।

 

প্রসঙ্গত, সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, এই দম্পতি তাদের সম্পর্কের দূরত্ব অনুভব করেছিলেন, যার জেরে এই কঠিন সিদ্ধান্ত। মঙ্গলবার রাতে রহমান ও বানু এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস