NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ পিএম

নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে যান এবং দেশে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন।  তার আকস্মিক ইন্তেকালের খবরে প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকালে নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন  গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মহিউদ্দিনের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা বেলাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।