NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নোলানের তারকাবহুল মিশনে যোগ দিলেন রবার্ট প্যাটিনসন


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:১৪ পিএম

নোলানের তারকাবহুল মিশনে যোগ দিলেন রবার্ট প্যাটিনসন

সর্বশেষ ‘ওপেনহাইমার’ দিয়ে গোটা দুনিয়া মাতিয়েছেন হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলান। এবার নতুন প্রকল্পে হাত দিলেন তিনি। আর নোলানের আসন্ন সিনেমায় ইতোমধ্যেই নাম লিখিয়েছেন ম্যাট ডেমন ও টম হল্যান্ড। তাদের সঙ্গে দেখা যাবে হলিউডের অন্যতম দুই তারকা অ্যান হ্যাথওয়ে ও জেন্ডায়া।

 

এবার নোলানের এই নতুন মিশনে নাম লেখালেন ‘ব্যাটম্যান’ তারকা রবার্ট প্যাটিনসন। মার্কিন বিনোদন মাধ্যম ‘ডেডলাইন’-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তারকাবহুল এই সিনেমাটিতে রবার্ট প্যাটিনসনের অন্তর্ভূক্তি সিনেমাটির আকর্ষন আরো বাড়িয়ে দিয়েছে।

এর আগে তিনি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় কাজ করেছিলেন প্যাটিনসন।

আবারও তারা এক হচ্ছেন। নোলানের নতুন এই সিনেমার নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে হলিউড সূত্রে জানা যাচ্ছে যে, এতে প্যাটিনসন যোগ দেবেন একঝাঁক তারকার সঙ্গে।

 

ইউনিভার্সর পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে নোলানের আসন্ন সিনেমাটি।

আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। মুক্তি পাবে ২০২৬ সালের জুলাই মাসে। নোলানের এই প্রজেক্ট ছাড়াও প্যাটিনসন ওয়ার্নার ব্রোস-এর আসন্ন সিনেমা ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়ালের শুটিং করবেন। সেখানে তিনি আবারও সুপারহিরো হিসেবে অভিনয় করবেন। ২০২২ সালে মুক্তি পায় ‘দ্য ব্যাটম্যান’।
সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকেই এর সিক্যুয়ালের অপেক্ষায় দর্শকরা।