NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

পেরুর ডিফেন্ডারকে ‘গাধা’ বলে বিশ্বকাপের কথা মনে করালেন মেসি


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৯:১৫ এএম

পেরুর ডিফেন্ডারকে ‘গাধা’ বলে বিশ্বকাপের কথা মনে করালেন মেসি

শান্তশিষ্ট হিসেবেই পরিচিত লিওনেল মেসি। মাঠে খুব একটা রুদ্রমূর্তি দেখা যায় না তার। তবে সর্বশেষ বিশ্বকাপে ভিন্ন এক মেসিকে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে মেজাজ হারানো এবং প্রতিপক্ষের কোচ লুইস ফন গালের উদ্দেশে দুই হাত কানে দিয়ে বিদ্রুপ উদযাপন।

 

যা নিয়ে পরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সেই ম্যাচে আরেকটি ঘটনাও ঘটেছিল। প্রতিপক্ষের ফরোয়ার্ড ভাউট বেগহোর্স্টকে ‘গাধা’ বলেও আলোচনা-সমালোনার জন্ম দিয়েছিলেন। আজ পেরুর বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন মেসি।

 

ঘটনাটি ৩৬ মিনিটের। বল নিয়ে পেরুর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বের হয়ে শট নিতে চেয়েছিলেন মেসি। তাকে রুখতে পেছন থেকে ট্যাকল করেন কার্লোস জামব্রানো। সঙ্গে পেরুর ডিফেন্ডারের হাত আটবারের ব্যালন ডি’অর জয়ীর মুখেও আঘাত হানে।

এতে ক্ষুব্ধ হন ইন্টার মায়ামির অধিনায়ক। বিরক্ত হয়ে জামব্রোনোকে বলেন, ‘তুমি কি করছ, গাধা?’

 

বিশ্বকাপের ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বেগহোর্স্টকে মেসি বলেছিলেন, ‘কি দেখ, গাধা? চলে যাও এখান থেকে।’

আজ বছরের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মেসির পাস থেকেই চোখধাঁধানো জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। সতীর্থকে দিয়ে গোলটি করিয়ে একটা কীর্তিও গড়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৫৮ অ্যাসিস্ট তার। সমান অ্যাসিস্ট অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ল্যান্ডন ডনোভনেরও। অন্যদিকে মার্তিনেজের গোলটি আর্জেন্টিনার হয়ে ৩২তম। যা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমান।