NYC Sightseeing Pass
Logo
logo

এনজিও ব্যুরোর মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৮ এএম

এনজিও ব্যুরোর মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মো. আবদুর রউফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রউফকে প্রেষণে বদলি করা হয়েছে। তাঁকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) করা হয়েছে।

আজ বুধবার রাষ্ট্রপতি আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব করা হয়েছে। আর স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।