NYC Sightseeing Pass
Logo
logo

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০১:৪৮ পিএম

জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেফতার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করা হয়। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

 

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।