NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

কনসার্টে মাদক প্রচারণার অভিযোগ, দিলজিৎকে আইনি নোটিশ


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ পিএম

কনসার্টে মাদক প্রচারণার অভিযোগ, দিলজিৎকে আইনি নোটিশ

বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। একদিকে বলিউডে অভিনয়, অন্যদিকে গান নিয়েও তুমুল ব্যস্ত। করছেন একের পর এক কনসার্ট। সম্প্রতি বিদেশ জয় করে দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন।

তাঁর ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ছিল তুমুল উন্মাদনা। দিল্লির কনসার্টে হাজার হাজার শ্রোতা-অনুরাগীরা পাঞ্জাবি পপস্টারের গান শুনতে ভিড় জমিয়েছিলেন। তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি! তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিস পেলেন দিলজিৎ।

 

শুক্রবার হায়দরাবাদে শোয়ের আগে তেলঙ্গানা সরকার তারকাকে পাঠালেন আইনি নোটিস।

সেখানে তাকে পরিষ্কার জানানো হয়েছে যে, কনসার্টে তিনি যেন এমন কোনও গান না করেন যা অ্যালকোহল, ড্রাগ বা হিংসার প্রচার করে। চণ্ডীগড়ের এক প্রফেসর পণ্ডিতরাও ধরেনাওয়ারের করা অভিযোগের ভিত্তিতে এই নোটিস জারি করা হয়েছে। দিলজিতের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন যে গায়ককে যেন লাইভ শোয়ে এমন কোনও গান গাইতে না দেওয়া হয়।

 

5
দিলজিৎ দোসাঞ্ঝ

রাঙ্গারেড্ডি জেলার মহিলা ও শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক কল্যাণ দপ্তারের জেলা কল্যাণ কর্মকর্তার ৭ নভেম্বর জারি করা নোটিস অনুসারে, অভিযোগকারী একটি ভিডিও প্রমাণ জমা দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে দোসাঞ্জ অ্যালকোহল, মাদক এবং হিংসার প্রচারের গান গাইছেন।

২৬ ও ২৭ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে লাইভ শো চলাকালীন ওই ভিডিও রেকর্ড করা হয়েছে। নোটিসে বলা হয়, ‘আমরা আগে থেকে এই নোটিস জারি করছি যাতে আপনার লাইভ শোয়ে এই ধরনের প্রচার না হয়।’

 

সেই আইনি নোটিসে আরো উল্লেখ করা হয়েছে যে, “শো চলাকালীন দিলজিৎ যেন কোনওভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।” 

এদিকে শুক্রবারই সন্ধা ৭টার সময়ে হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে।

কনসার্টে প্রায় ২০ হাজারের উপরে দর্শক হতে পারে বলে ধারনা করা হচ্ছে। ট্রাফিক, ভিড় ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।