NYC Sightseeing Pass
Logo
logo

এনআইডির ক্যাটাগরি করতে তিনদিন সময় বেঁধে দিলো ইসি


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০২:১৭ পিএম

এনআইডির ক্যাটাগরি করতে তিনদিন সময় বেঁধে দিলো ইসি

বিভিন্ন স্ট্যাটাসে থাকা ক্যাটাগরিবিহীন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনগুলো আগামী তিনদিনের মধ্যে ক্যাটাগরি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে এমন সব সংশোধনের আবেদন ক্যাটাগরি করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠান।

বিজ্ঞাপন

 

নির্দেশনায় বলা হয়, কিছু সংশোধনের আবেদন ক্যাটাগরি করার আগেই স্ট্যাটাস পরিবর্তন করা হয়েছে। যা জরুরি ভিত্তিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি শেষ করার জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। এসব আবেদন ক্যাটাগরি করা ছাড়া কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারছে না।