NYC Sightseeing Pass
Logo
logo

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৬ এএম

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার




শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী অজ্ঞাত এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন হতে এই নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে স্থানীয় এক নারী। এসময় ওই নারী ও এলাকাবাসী ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। পরে জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেছেন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় না পেলে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেয়া হবে।