NYC Sightseeing Pass
Logo
logo

টিকটকের অফিস বন্ধ করতে বলল কানাডা সরকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৪ এএম

টিকটকের অফিস বন্ধ করতে বলল কানাডা সরকার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কানাডা কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে টিকটকের অফিস বন্ধ করতে বলেছে কানাডা।

তবে অফিস বন্ধ হলেও কানাডায় টিকটক অ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে না। কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বিষয়টি পরিষ্কার করেছেন।

তিনি বলেছেন, ‘টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

 

তিনি বলেন, ‘টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সরকারি কর্মকর্তাদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাস করেছে। ভারত, আফগানিস্তান, ইরানের মতো কয়েকটি দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।