NYC Sightseeing Pass
Logo
logo

সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা- উপদেষ্টা আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:৪৯ পিএম

সরকারি বিভিন্ন ক্ষেত্রে খণ্ডকালীন চাকরি পাবে শিক্ষার্থীরা- উপদেষ্টা আসিফ মাহমুদ

ট্রাফিক পুলিশের পর সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘সরকারি আরো বিভিন্ন কাজে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে।’


 

‘সরকারি বিভিন্ন ক্ষেত্রে অনেক অযথা পদ আছে যাদের কোনো কাজ নেই কিংবা খুবই কম কাজ।

অথচ তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়।’ 

 

তিনি আরো জানিয়েছেন, ‘এই উদ্যোগের ফলে রাজস্ব ব্যয় কমবে, এফিশিয়েন্সি বাড়বে, টিউশন/প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।’