NYC Sightseeing Pass
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চান ইসরায়েলিরা


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চান ইসরায়েলিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে দেখতে চান অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের করা একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইসরায়েল।

জরিপে উঠে এসেছে, জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ ইসরায়েলি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান।

অন্যদিকে, ১৭ শতাংশের পছন্দ কমলা হ্যারিস। এছাড়া, ১৭ শতাংশ এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।

 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশিরভাগ ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল সরকার যা করবে তার সবই সমর্থন দেবেন ট্রাম্প। আর এ কারণে তারা চাইছেন ট্রাম্প যেন এবার মার্কিন প্রেসিডেন্ট হন।

 

২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন।

এছাড়া সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তিনি।