NYC Sightseeing Pass
Logo
logo

ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ১১:৩৫ এএম

ড. কামাল হোসেনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। শনিবার (২ নভেম্বর) ড. কামাল হোসেনের মতিঝিল কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ‍্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস‍্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব‍্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব‍্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ।

 

 


 

ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ সদস‍্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

প্রসঙ্গত, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।