NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ১১:২৫ এএম

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৮ জিতেছে বাংলাদেশ। 

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ৫৯ রান এনে দেন দুই জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১১ বলে ৩১ রান করেন আব্দুল্লাহ।

তিনে ব্যাট করতে নেমে ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে অপরাজিত ৩৬ রান করেন সাইফুদ্দিন। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। শেষ পর্যন্ত  উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

 

১১২ রানের টার্গেটে খেলতে নেমে সাইফুদ্দিনের প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।

তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা। ৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তোলার পর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

 

আগামীকাল সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল ইয়াসির আলী রাব্বির দল। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। একই দিন ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।