NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নির্বাচনী সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ১২:২৫ পিএম

মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নির্বাচনী সভা অনুষ্ঠিত



গত ২২ অক্টোবর  ২০২৪,সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে মুলধারার  ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের   এক  নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।                                                                                 
ক্লাব  প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মানিক ও সহ সভাপতি মালিনি শাহ।এতে বক্তব্য রাখেন  কুইন্স সিভিল জাজ প্রার্থীগন ,নিউইয়র্ক  ট্রেট সিনেটর জন লু,নিউইয়র্ক ট্রেট   এসেম্বিমেম্বার এড ব্যাইনষচীন ।   আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট  ও যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা  ও সিডিসি সাবেক বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক  হাকিকুল ইসলাম খোকন ,আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সাধারন সম্পাদক কায়কোবাদ খান,মুলধারার রাজনীতিক  ফাহাদ সোলাইমান,মুলধারার রাজনীতিক ড.দিলীপ নাথ,মুলধারার রাজনীতিক এডভোকেট  রুবাইয়া রহমান,বরিশাল সমিতির সভাপতি ও কমিউনিটি নেতা লুৎফর রহমান লাতু,কমিউনিটির নেতা জাকির হোসেন,মিসেস জাকির হোসেন, জিল্লুল ক্রিম,নিউজ পোর্টাল জার্নালিস্ট  আয়েশা আক্তার রুবি, শিশু ফ্যাংকলিন কে আরমানএবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃনদ  অংশ নেন।আমেরিকার নির্বাচন এর আর মাএ তিনদিন বাকী ।সভায় কমলা হারিস সহ সকল ডেমোএেটদের ভোট দেয়ার জন্য আহ্বান জানান ।শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।