NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে সামরিক বাহিনী ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে আজ শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

নিহত সেনারা হলেন বেইত ইতঝাক-শা'আর হেফার এলাকার বাসিন্দা মেজর ডান মাওরি (৪৩), জেরুজালেমের বাসিন্দা ক্যাপ্টেন আলন সাফরাই (২৮), বাট হেফের থেকে আসা ওয়ারেন্ট অফিসার ওমরা লোতান (৪৭), শমরাট থেকে ওয়ারেন্ট অফিসার গাই ইডান (৫১) এবং এইন হাবেসোরের বাসিন্দা মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, দক্ষিণ লেবাননের একটি গ্রামের ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হানে।

আঘাত হানা ভবনের পাশে সেনারা দাঁড়িয়ে ছিলেন। সেখানে তখন নিহত সেনারা রসদ সরবরাহ গ্রহণ করছিল। সরঞ্জাম সরবরাহের জন্য মিটিং পয়েন্টে রকেটের একটি ব্যারাজ নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় লজিস্টিক কনভয়ের সদস্যরাও আহত হয়েছেন।
 

 

হামলায় আহত ১৯ জনের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় গুরুতর আহত অন্য একজন সংরক্ষকসহ আহত রিজার্ভস্টদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।