কয়েকদিন আগেই জানা গেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন অভিনয় করছেন নাটকে। নতুন অভিনেত্রী মালাইকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এরইমধ্যে সন্ধিক্ষন নামে সেই নাটকের শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা।
খবর প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৫ পিএম
কয়েকদিন আগেই জানা গেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন অভিনয় করছেন নাটকে। নতুন অভিনেত্রী মালাইকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এরইমধ্যে সন্ধিক্ষন নামে সেই নাটকের শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা।
এদিকে অন্যের সুরে নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘পরিচালক গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। ‘প্রাণসখিয়া’ অনেক সুন্দর একটি গান। এর লেখা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’
‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত।