NYC Sightseeing Pass
Logo
logo

চট্টগ্রামে ৮ স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

>
চট্টগ্রামে ৮ স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা দুই জন সম্পর্কে মা-ছেলে।

শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম দেড় লাখ টাকা।

তিনি বলেন, বিকেল ৩টায় র‍্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ের বিস্তারিত জানাবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া, সীতাকুণ্ডের বারবকুন্ড এলাকায় ২৮ জুলাই সংঘটিত হওয়া গণধর্ষণের মামলার প্রধান আসামিসহ দুই জনকে আটক করা হয়েছে বলে নুরুল আবছার জানিয়েছেন।

তিনি আরও জানান, পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।