NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভারতকে ৩৬ বছর পর হারাল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১০:১২ পিএম

ভারতকে ৩৬ বছর পর হারাল নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। আজকের জয়ে ভারতের মাটিতে ৩৬ বছর টেস্ট জিতল নিউজিল্যান্ড। আর সব মিলিয়ে এটি ভারতের মাটিতে এটি তৃতীয় টেস্ট জয় নিউজিল্যান্ডের।

 

শেষ দিনে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ১০৭ রান। কিন্তু যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ছোট লক্ষ্যটাকেই অনেক বড় মনে হচ্ছিল। পেসারদের দাপটে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র মিলে আর বিপদে পড়তে দেয়নি দলকে। দুজনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌছে যায় সফরকারীরা।

রাচিন রবীন্দ্র অপরাজিত ছিলেন ৩৯ রানে, উইল ইয়াং করেছেন ৪৮ রান। তবে পেসাররা ভালো করলেও স্পিনাররা ততটা প্রভাব ফেলতে পারেননি নিউজিল্যান্ডের ইনিংসে।

 

এর আগে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে টেস্টের তৃতীয় সর্বনিম্ন স্কোর গড়ে ৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। তবে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও সরফরাজ খানের দেড়শো ও পন্তের ৯৯ রানে ভর করে জয়ের স্বপ্ন দেখেছিল।

তবে তা আর হলো না। ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল গৌতম গম্ভীরের শিষ্যরা।

 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৬ ও ৪৬২ (সরফরাজ ১৫০, পন্ত ৯৯, রাহুল ১২, অশ্বিন ১৫; ও’রুর্ক ৩/৯২, হেনরি ৩/১০২, প্যাটেল ২/১০০, সাউদি ১/৫৩, ফিলিপস ১/৬৯)।
নিউজিল্যান্ড: ৪০২ ও ১১০/২ (ইয়াং ৪৮*, রবীন্দ্র ৩৯*; বুমরা ২/২৯)।