তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতায় গভীর আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় মার্জে লুপকে অভিনন্দন জানান।