NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

রোনালদোর ৯০৬তম গোলে পর্তুগালের তৃতীয় জয়


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৩:৪৩ পিএম

রোনালদোর ৯০৬তম গোলে পর্তুগালের তৃতীয় জয়

হাজার গোলের দিকে অনায়াসেই ছুটে চলেছেন পর্তুগিজ সুপাস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে পেলেন জালের দেখা। টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পর্তুগালও। রোনালদো ও বার্নার্ডো সিলভার গোলে নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল।

এ জয়ে গ্রুপের শীর্ষে আছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

 

পোল্যান্ডের ওয়ারশতে শনিবার সফরকারী হিসেবে শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা পর্তুগাল ২৬তম মিনিটে এগিয়ে যায় বার্নার্ডো সিলভার গোলে। ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেসের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরালো শটে লিড এসে দেন ম্যানচেস্টার সিটি তারকা। ৩৭তম মিনিটে পর্তুগালকে ফের উল্লাসে ভাসান রোনালদো।

তবে গোলটির পেছনে বড় কৃতিত্ব আছে রাফায়েল লিয়াওয়ের। এসি মিলান ফরোয়ার্ড লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান সিআরসেভেন। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আর ১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে গোল তার।
 

 

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর।

বিরতির ১০ মিনিটের মধ্যে ব্যবধান আরো বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ফার্নান্দেসকে পাস দেন,  তবে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ম্যানইউ মিডফিল্ডার।

সুযোগ পেয়েছিলেন রবার্ড লেভান্ডভস্কিও। কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনা তারকা। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের। তবে সেই আশা শেষ হয়ে যায় ৮৮তম মিনিটে আত্নঘাতী গোল করলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ড লেভান্ডভস্কির দল। 

 

আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে তারা। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। স্কটল্যান্ডের পয়েন্ট এখনও শূন্য।