NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

মাধবদী থেকে পাঁচ চাঁদাবাজ গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৮:১৫ এএম

মাধবদী থেকে পাঁচ চাঁদাবাজ গ্রেফতার



শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার আনন্দী চৌরাস্তার ঢাকা কনফেকশনারী নামক দোকান ঘরের সামনে ও খেজুরতলা গার্লস স্কুল মোড় সেলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ৫ জন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো সদর থানাধীন নগর বানিয়াদি গ্রামের রাজিম মিয়া এর ছেলে মোঃ রহমত উল্লাহ (২০), মাধবদী থানাধীন ছোট মাধবদী (সিদ্দিক নগর) গ্রামের নুরু মিয়ার ছেলে শাহ জাহান মিয়া (২১), ছোট মাধবদী (বামুর মাঠ আইসক্রিম ফ্যাক্টারী) গ্রামের নুরুল ইসলাম এর ছেলে হৃদয় মিয়া(১৯), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বাতসা গ্রামের মৃত কাজী ফজলু হক এর ছেলে কাজী মিজানুর রহমান (২০), কিশোরগঞ্জ সদর থানাধীন পাইকান্দি গ্রামের কাজিম উদ্দিন এর ছেলে মাহফুজ (৩৩)।

ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খদকার মোঃ শামীম হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানান।  গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮ হাজার ৫শ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীদেরকে মাধবদী থানায় উপরোক্ত আলামতসহ নিয়মিত মামলার জন্য হস্তান্তর করা হয়েছে। মামলা নং-২০, তারিখ- ২৭-০৭-২০২২, ধারা- দন্ডবিধি ৩৮৫/৩৮৬।

উল্লেখ্য,র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে । এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই তাদের গ্রেফতার করা হয়।