NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বর্ণবাদী আচরণে ১০ ম্যাচ নিষিদ্ধ ইতালিয়ান ডিফেন্ডার


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৪৩ এএম

বর্ণবাদী আচরণে ১০ ম্যাচ নিষিদ্ধ ইতালিয়ান ডিফেন্ডার

অপরাধ করলে তার শাস্তি অনিবার্য। পার পাওয়ার কোনো সুযোগ নেই। আর সেই অপরাধ যদি হয় বর্ণবাদী, তাহলে কঠিন শাস্তিই পেতে হয় ফুটবলারদের। তেমনি এক কঠিন শাস্তি পেয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো।

বর্ণবাদী গালি দেওয়ায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

 

গত কয়েক বছর ধরেই বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার বিশ্ব ফুটবল। নানান শাস্তির ব্যবস্থা রাখা হলেও তা বন্ধ হচ্ছে না। কুর্তো গত জুলাইয়ে প্রাক-মৌসুম ম্যাচে বর্ণবাদী গালি দেন।

ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হোয়াং হি চ্যানকে গালি দেন ইতালিয়ান ক্লাব কোমোর ডিফেন্ডার। দুজনের এই ঘটনা নিয়ে পরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝামেলা বাধে। গণ্ডগোলের এক পর্যায়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ডও দেখেন উলভসের উইঙ্গার দানিয়েল পোদেস।

 

ম্যাচ শেষে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং উয়েফার কাছে উলভারহ্যাম্পটন অভিযোগ জানালেও ওই দুই সংস্থা ব্যবস্থা নিতে অপরাগতা জানায়।

পরে ফিফার কাছে অভিযোগ করে কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তদন্তের পর কুর্তোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় শাস্তি দিয়েছে ফিফা।

 

ফিফা ১০ ম্যাচের সঙ্গে সামাজিক সেবামূলক কাজ, ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে কুর্তোকে। এখন থেকে ৫ ম্যাচের নিষেধাজ্ঞা শুরু হবে ২৫ বছর বয়সী ডিফেন্ডারের। বাকি ৫ ম্যাচ স্থগিত।

আগামী ২ বছরের মধ্যে আবারো এমন কিছু করলে শাস্তি পেতে হবে তাকে।