NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

নেইমারকে বাংলাদেশে আনতে তোড়জোড়


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৬:২১ পিএম

নেইমারকে বাংলাদেশে আনতে তোড়জোড়

বিশ্বকাপ এলেই বাংলাদেশের একটা দৃশ্যে চোখ আটকে যায়। ফিফার টুর্নামেন্ট চলাকালীন সময় বাসা-বাড়িতে রঙের খেলার দৃশ্য। বাড়ির দেয়ালে দেয়ালে আঁকা হয় ব্রাজিল-আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের ছবি। আর ছাদে পতপত করে উড়তে দেখা যায় দল দুটির জাতীয় পতাকা।

 

বিশ্বকাপের অন্য দলগুলোর চেয়ে লাতিন আমেরিকার দল দুটিকে নিয়েই বেশি মাতোয়ারা থাকেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। অথচ মেসি-নেইমারদের যুগের পর যুগেও সামনাসামনি দেখার সুযোগ হয় না। বোকাবাক্সেই চোখের প্রশান্তি মেটাতে হয়। ২০১১ সালে মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে দেখার সুযোগ পেলেও নেইমারকে কাছ থেকে দেখা হয়নি সমর্থকদের।

 

সেই অপেক্ষা এবার ঘুচতে যাচ্ছে। আগামী বছর ব্রাজিল তারকা নেইমার বাংলাদেশে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। আল হিলাল তারকার আসার বিষয়টি দেশের একটি টেলিভিশনকে নিশ্চিত করেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে অনেক দিন ধরেই সুসম্পর্ক বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের।

 

রবিন বলেছেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব নয়, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

 

গত বছর বাংলাদেশে এসেছিলেন নেইমারের পূর্বসূরি কিংবদন্তি রোনালদিনহো আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।