NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৯:২৮ এএম

সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির  ফলে ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে দ্রুত জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রবিবার এক বিবৃতিতে জি এম কাদের এ আহ্বান জানান। 

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যায় অন্তত পাঁচজন নিহতের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 


 

বন্যা উপদ্রুত অঞ্চলে জরুরি সহায়তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ময়মনসিংহ, শেরপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। তাদের মাঝে খাবার, ওষুধ ও শিশুখাদ্যের অভাবে হাহাকার উঠেছে। দ্রুততার মাধ্যমে বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে হবে।

বন্যার্তদের বাঁচাতে হবে।

 


 

অপর এক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যার্তদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টে জাতীয় পার্টি কখনোই ঘরে বসে থাকে না। বন্যার্তদের সার্বিক সহায়তা করার পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে হবে।