NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

সুযোগ পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৪১ এএম

সুযোগ পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ

স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডকে বাগে পেয়েছিলো দ্বিতীয় জয় তুলে নেয়ার জন্য; কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। ১১৮ রানে ইংল্যান্ডকে বেধে রাখার পর বাংলাদেশ থেমে গেছে মাত্র ৯৭ রানে। ফলে ২১ রানে হেরে যেতে হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে।

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচ হলেও ইংল্যান্ডের ছিল প্রথম ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর সোবহানা মোস্তারিছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে। ৪৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন সোবহানা। এছাড়া নিগার সুলতানা জ্যোতি করেন ১৫ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারনেনি।

 

ফলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থেমে যেতে হয়েছে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন লিনসে স্মিথ ও চার্লি ডিন। ১টি করে উইকেট নেন ন্যাট স্ক্রিভার ব্রান্ট ও সারাহ গ্লেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাইয়া বুশিয়ের এবং ড্যানি ওয়াইয়াট হজ মিলে ৪৮ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২৩ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। ৪০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াইয়াট হজ।

 

পরের ব্যাটারদের মধ্যে অ্যামি জোন্স ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২টি করে উইকেট করেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মনি। ১টি উইকেট নেন রাবেয়া খান।